আর বেশি আয়ু নেই, তবু কি উদ্যত হয়ে উড়ে যাচ্ছে সুতীব্র সব চুম্বন!
পৃথিবীর কোনো প্রাচীণ গ্রামের গাঢ় অন্ধকারে থেকে লক্ষ বছরের দূরত্বে দাঁড়িয়ে-
উজ্জ্ব্ল এক আলোর উৎসবের ভাঁজে ইতিহাস হয়ে যাচ্ছে আদমসুরত,
অথচ দ্যাখো, ভালোবাসতে গিয়ে তোমার বড্ড দেরি হয়ে যাচ্ছে পারমিতা!