পারমিতা, পৃথিবী আবার যেদিন লাশঘর থেকে বেরিয়ে পড়বে,
আমরাও সেদিন একছুটে গিয়ে দাঁড়াবো সমুদ্রের খুব কাছে,
ভীষণরকম সুখের অনুভূতিতে আমরা স্তব্দ হয়ে যাবো,
তোমার শরীর ঘেঁষে দাঁড়িয়ে আবার গুনবো ঢেউ,
ঘুমিয়ে থাকা শামুক খোলসে উঁকি দিয়ে দেখবো সুখ!
পারমিতা, আবার যেদিন মানুষ নিঃশ্বাস দূরত্বে দাঁড়াবার অধিকার ফিরে পাবে,
আমরা রিকশায় চড়ে ঘুরে বেড়াবো এই বোহেমিয়ান শহর,
হুড তুলে চুমু খাবো, কাঁচের চুড়ির রিনিঝিনি শব্দে বেজে উঠবে-
তোমার প্রিয় লাজুক সেই কিশোরীবেলা।
সেদিন গ্রীষ্ম থাকুক অথবা ঘোর বৃষ্টির বর্ষা, আমরা মানবো না,
আমি তোমার জরায়ুতে আবার ফোটাবো বসন্তের ফুল!
পারমিতা, যেদিন পৃথিবীর ঠোঁট থেকে সরে যাবো লকডাউনের ছায়া,
আমরা পাগলের মতো আচরণ করবো, একবার সিনেমা হল, আরেকবার কফিশপ,
তোমার বাড়ির সামনের রাস্তায় পুষিয়ে নেবো আমার অস্থির পায়চারি,
তুমি তোমার বারান্দায় দাঁড়িয়ে আমার এইসব পাগলামির প্রশ্রয়ে-
একসাথে এক লক্ষবার হেসে উঠবে।
আমরা আমাদের জড়িয়ে ধরে থাকবো, ভালোবাসবো, চিৎকার করে বলবো,
এখনো এই পৃথিবীর অনেক ভালোবাসাবাসি বাকি রয়ে গেছে!
2020-03-30