তুমি মিছিল থামাতে সালাম-বরকতের বুকে রক্তাক্ত বুলেট সাজাও,
আমি আমার কন্ঠস্বরে বাংলা বর্ণমালা সাজাই,
আমি শ্লোগান ধরি, প্রতিবাদের এক মিছিল ডাকি,
অধিকার আদায়ের সব কথাই আজ বাংলায় বলি।
তুমি মিছিল থামাতে রফিক-জব্বারের বুকে বুলেটের মৃত্যু লেখো,
দেখো, রাজপথ পেরিয়ে আমি ঘরে ঘরে বাংলা লিখি,
আমার শ্লেটের দেয়ালজুড়ে প্রথম অক্ষর লিখি “অ”।
আমি আজ প্রেমের পদ্য লিখি, বিরহেরই গদ্য লিখি,
যা কিছু কথা বাকি থেকে যায়, সবটুকু আজ বাংলায় লিখি।
তুমি মিছিল থামাতে অহিউল্লাহর বুকে বুলেট রাখো,
আমি আমার হৃদয়ে রাখি বাংলা ভাষা,
আমার কানে, আমার গানে, একসুরে বাজে বাংলা ভাষা।
আমার মায়ের মুখে, মেয়ের মুখে আজ বাংলা শিখি।