এই নোনা সমুদ্রজল ছুঁয়ে একদিন মেঘপাখি হবো,
গাল পেতে নেবো, তোমাকে ছুঁয়ে আসা সবটুকু বাতাস।
মাস্তুলে বসে সন্ধ্যা নামিয়ে আনবে নিঃসঙ্গ গাঙচিল,
আমি কোন দূরবর্তী জাহাজবাতি জ্বালিয়ে দিয়ে,
নোঙ্গর খুঁজবো তোমার মনে।
2019-12-31
এই নোনা সমুদ্রজল ছুঁয়ে একদিন মেঘপাখি হবো,
গাল পেতে নেবো, তোমাকে ছুঁয়ে আসা সবটুকু বাতাস।
মাস্তুলে বসে সন্ধ্যা নামিয়ে আনবে নিঃসঙ্গ গাঙচিল,
আমি কোন দূরবর্তী জাহাজবাতি জ্বালিয়ে দিয়ে,
নোঙ্গর খুঁজবো তোমার মনে।