বাংলা কবিতা, কথা ছিলো সংসার হবে কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
4.6/5 - (5 votes)

কথা ছিলো একটা বাবুই পাখির বাসাতেই-
দু’জনের হয়ে যাবে মাথা গোঁজবার ঠাঁই।
বাজার থেকে কিনে আনা কুঁচো চিংড়ির তরকারিতে,
তিনবেলা ডালভাতে মাখামাখি হয়ে যাবে।
কথা ছিলো, দুঃস্বপ্নে কারো ঘুম ভেঙ্গে গেলে,
চাঁদের আলোয় বারান্দায়, রাত জেগে গল্প হবে।
শেষরাতে কথা জড়িয়ে এলে, কেউ হয়তো কারো আগেই-
অন্য জনের কোলে হঠাৎ ঘুমিয়ে পড়বো।
কথা ছিলো, কোন এক বৈশাখে সাদা পাঞ্জাবি আর-
লালপেড়ে শাড়ির যৌথ রসায়ন, ঘুরিয়ে নেবে রিকশার চাকা।
সান্ধ্য আইন কাউকে হঠাৎ বাড়ি ফিরিয়ে নেবে না,
হাতে হাতে রেখে চলে যাওয়া যাবে, অনেকটা পথ।
কথা ছিলো, ভালোবেসে তপ্ত নিঃশ্বাস হবার,
রাতজাগা প্যাঁচার হৃদয়ছেঁড়া কোন দীর্ঘশ্বাস নয়।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
প্রসেনজিৎ ঋষি
2 years ago

অনেক সুন্দর। আমি কি এটা আবৃত্তি করে আমার যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারি, জানাবেন কবি…?