বাংলা কবিতা, কত কিছু বাকি থেকে গেলো কবিতা, কবি রাকিবুল হায়দার - কবিতা অঞ্চল
4.2/5 - (5 votes)

জানলায় দাঁড়িয়ে থেকে পুরো একটা জীবন পার করে দিলাম,
তারপর আর কোনো অজুহাত না দেখিয়ে সরাসরি কবরে শুয়ে পড়লাম!
মাথা পর্যন্ত কাফন টেনে নেওয়ার আগে ভাবলাম-
শুধু তুমি নও, আরও কত কিছু বাকি থেকে গেলো এই জীবনে!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments