কখনোই আসিনি স্বেচ্ছায় এখানে,
মাথা হেঁট হলে বলি মনে মনে,
ছাড়তেও ভুবন চায় না এ মন,
প্রশংসা পেলেই বলি আমি তখন।
আমি সাজাব আমার বাগান
বৃক্ষ পুঁতব নেই যার প্রাণ
সঙ্গে নিব শুধুই তাদের
কন্ঠরুদ্ধ করেছি যাদের।
সারাক্ষণ সেখানে কাটাব বিজনে,
দম্ভ দেখিয়ে নানা আচরণে,
সাঙ্গপাঙ্গ দেবেই সঙ্গ,
সুরেই আমার গাইলে বিহঙ্গ
হলেই বা সে যান্ত্রিক কারণে
ফুলে ফলে না ভরলেও কাননে।
নতুবা সেখানে বানাব শ্মশান
ক্ষমতা না থাকলে উঠেই জ্বলে
দপ করে হয়ে যাব স্রিয়মান।
আমার মত দু নৌকায় যারা
পা রেখে সঙ্গ দেয় দুই ধারা,
সুবিধাবাদী বলেই পরিচিত তারা,
সেখানেই শেষে জনগণের রোষে,
অগ্নিশিখা হলে লেলিহান
মিটে যায় তাদের নাম ও নিশান।