বড় হওয়ার পথে ছোট থেকে রমণী
কত সমস্যার তুমি কর সমাধান
সংসারে কখনও মেয়ে, স্ত্রী বা জননী
কিন্তু ক ’ জনই বা দেই তোমায় মান?
সব খোঁটা সব আবদার সহ্য করে
সবার সাথে মানিয়ে নিয়ে তুমি কিনা
ঘোর অপরাধী হও সবার নজরে
যখন থেমে যাবে সংসার তোমা বিনা।
হয়তো এইভাবে চলতে গিয়ে কত
নিজেরে মিছেই দেখাতেও হয় সুখী
যখন কিনা বুকেতে আগুনের মত
জ্বলছে শলাকা আর তুমি অতি দুঃখী।
তাই তোমারে কেউ করলে অভিনেত্রী
বলে হেয় স্ত্রী, তুমিই জেনো জগদ্ধাত্রী।