3.3/5 - (3 votes)

আমি খুব ছোট্ট কিছু চাই !
হয়তো একটা শুকনো গোলাপ,
তোমার দেয়া এক প্যাকেট সস্তা সিগারেট-
টং দোকানে লাল চায়ের একজন সঙ্গী।

আমি খুব অল্প কিছু চাই !
পরম নির্ভরতায় মাথা রাখার একটা কাঁধ,
ঘামে ভেজা মুখ মুছে দেয়ার আঁচল
অথবা নিঃসঙ্গতায় হাতে রাখার জন্য একটা হাত।

আমি তো বেশি কিছু চাই না !
ছুটির দিনগুলোতে ‘আরো ঘুমাও’ বলার মতো একজন মানুষ চাই
এবং আমার ব্যর্থতার গল্প শুনতে চাওয়া কেউ।

আমি অল্প কিছু চাই !
চুমু দেয়ার মতো একটা প্রশস্থ কপাল,
মায়াভরা একজোড়া চঞ্চল চোখ
ও মুখ ডুবিয়ে গন্ধ নেয়ার মতো বেশ কিছু চুল।

সত্যিই, অতি সামান্য কিছু চাই !
ডাল ভাতে থাকার মতো একটা সহজ জীবন
এবং খুব সাধারণ একজন তোমাকে চাই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments