ছত্রাক জন্মেছে আমায় নিয়ে তোমার আঁশটে স্মৃতির দেয়ালে,
জানি বিবর্ণ হয়েছে ভালোবাসা সব_যা ছিল তোমার আমার পুঁজিবাদী প্রেমে।
এখন আর প্রার্থনায় নেই, নেই কাজল ঘেরা ঘরে;
আমি হারিয়ে গিয়েছি তোমার ব্যস্ততার ভীড়ে।
আজ বুঝি অন্য কেউ আশ্রয় খুঁজে তোমার মেহরাবে,
দেখি অন্য কেউ প্রেম আঁকে তোমার শিকড় আর শেকড়ে।
আজ তাই আমার নোনা রক্তে ছুটে আমৃত্যু হাহাকার,
মগজ শুষে শুধু একাকীত্বের তীব্র অভিশাপ।