গভীর আবেগের খরস্রোতা নদী নাব্যতার সঙ্কটে পড়ে,
হাহাকার করে মরে,
অপর প্রান্তে যখন থাকে কেবলই অবহেলার দারুণ তুফান।
প্রিয় হাসি দেখবার জন্য হৃদয়ের গভীরে জমানো সবটুকু পাগলামি,
দম বন্ধ হয়ে ছটফট করে,
যখন অপর প্রান্তে ভিড় করে দেখা না দেবার প্রবল শক্ত শপথ।
সবটুকু নিঃস্বার্থ ভালোবাসা, সারাজীবন পাশে থাকবার প্রচেষ্টাগুলো,
পাতা হয়ে ঝরে যেতে থাকে,
অপর প্রান্তে যখন নামে তীব্র অবজ্ঞার কুয়াশায় ঢাকা শীত।।
2023-10-13