ঢাকা-চিটাঙ হাইওয়ে ধরে চলে যায় আমাদের সুদিন।পৃথিবীর সব অণু-পরমাণুর ষড়যন্ত্র, গ্যালারীভর্তি শূণ্যতার ভার নিতে নিতে ক্লান্ত।
চোখ বন্ধ করি-কেন জানিনা
মন চায় আকন্ঠ ঝর্নার জল গিলে
জল হয়ে বয়ে যেতে
পাহাড়ের চূড়ায় বসে
পাহাড় হয়ে যেতে
খুব ভোরে একা
উড়ে যাওয়া পাখির মতো
আমার চোখে লেগে থাকুক
সূর্যের কাঁচা আলো কিংবা
রৌদ্রের ঝর্ণায় বসে সকাল উড়ানোর মতো — এতটুকু সুখ।
2020-09-02