কুয়াশা
আমি সবসময় তোমাকে দেখতাম পাহাড় চূড়োয়
কুয়াশা কেটে যাওয়ার আগ পর্যন্ত।
সালোকসংশ্লেষণ
আমি শুধু চাইতাম তোমার দেয়া আলো থেকে জন্মাতে।
আঙ্গুলের ছাপ
মনে হতো আমার শরীরজুড়ে ঘুরে বেড়ানো ছোট ছোট অজস্র বিস্ফোরণ।
বাসা
শুধু একটু ছুটি চাই, বাসা কি তা লেখার জন্য
বৃষ্টি
কখনো অনুভব করিনি শুধু
আমার শিরায় বয়ে চলা গোলমেলে
সাগরের ঢেউ ছাড়া।
আগুন
উষ্ণ রাখে আমাদের
সেই সাথে একগাদা ছাই।
বাতাস
সে থাকে প্রতিটা নিঃশ্বাসে
ঠিক যতগুলো নিতে হয়
বেঁচে থাকতে।
জল
ঢেউ দিয়েছিলে
ইচ্ছেকৃত ভুলে
মসৃণ
অনেক মসৃণ ছিলে তুমি
জলকে ভয় পাওয়ার আগে
বৃষ্টিতে নাচার পূর্বে।
বিদায়
থেকে গিয়েও চলে যাওয়া।
পঁচন
ধীরে ধীরে তোমাকে
লেখা কমিয়ে দিলাম।