শুনলাম খুঁজতেছো। থাক দরকার নাই আর।
ছায়া ও আলোর প্যারাসাইকোলজিকাল যুদ্ধের হাহাকার এবং এই সংসারের বিষাক্ত রেডিয়েশন পার কইরা তোমার দিকে যাইতেছি।
হ, সারাজীবন ভালবাসলাম অন্যর দেখানো পথে, ঘৃণাও করছি তেমন।
ভাবি হাতে করে ফুল নিমু, কিংবা ফুলের বাগান। ভয় হয় ভুলেভালে যদি নিজেই ফুল হয়ে যাই, যেমনে নিজের আবিষ্কার করা আগুনে মানুষ নিজেই পোড়ে।
প্রকৃত প্রস্তাবে রাত্রি গভীর হলে বিলীন হই, অতিবাহিত হলে কাল সত্য হয়ে যায় তাসের ঘর।
তোমারে খুঁজতেছি।শিল্প, জ্ঞান, কালেক্টিভ ইগো সব ঝাইড়া ফেলো অথবা ঝরে পড়ুক আমার মরুবেলায় শরাবান তহুরা হয়ে। শরাবীয় গোপনীয়তার যত নেকাব, পর্দা, গেলাফ। সব সরাও।
বারবাজার তেপান্ন গলি
বাজারের চৌরাস্তা সবই তো ঘুরলাম
এবার একটু ভেতরে তাকাই দেখলাম তুমি নাই।
যেটা দেখলাম সেটা হইলো নতুন এক সার্কাসের দল
খেলা দেখাইতেছে,
তাদের সেরা খেলার নাম – আয়নাঘর
ঢুকলাম।
এখানেও তো তুমি নাই, খালি নিজের আয়নার রুপ দেখতেছি দর্পণে
হায়- তাহলে কি আমি আমারেই খুঁজতেছি?
পরম এই মোহভঙ্গে নাই হয়ে কি আমরা এক হয়ে গেলাম?
বাইর হয়ে আসলাম।জানি কারে খুঁজতেছি আমি। আবার জানিও না। সকল জানা ও না জানার বাইরে যে অধর সেখানে প্রেম পরম ক্যাটাস্ট্রফি।