বাংলা কবিতা, এখানেও একই আকাশ কবিতা, কবি রাহী তূর্য্য - কবিতা অঞ্চল
1/5 - (1 vote)

আজ এখানে বৃষ্টি হচ্ছে
আকাশের মন খারাপ
মন খারাপ ঠিক কার মতো বুঝে উঠতে পারছি না
মন খারপের কোন সঠিক সংজ্ঞা কি আদৌ কারা জানা আছে?

জানি তোমার আমার ব্যবধান অনেকদূর
তুমি একশহরে, আমি আরেক!
আমাকে বলো আকাশও ভিন্ন হয়?
দুটি শহরের জন্য দুটি আকাশ?

আমি আকাশ দেখছি
আমার দৃষ্টির সব শক্তি দিয়ে আকাশে কবিতা লেখার চেষ্টা করছি।
তুমিও তো আকাশ দেখো
ওখানে কি কোন লেখা ভেসে উঠছে?
ঠিক আমার মতো দুঃখী কোন মেঘ ভেসে যাচ্ছে?

বর্ষার আকাশে কালো মেঘের শোকের প্রভাতফেরী
অনেক দূর বিস্তৃত।
হঠাৎ দেখি তোমার কাজল কালো চুলের মতো মেঘ ভাসছে, আচ্ছা–
আমাকে কি বেঁধে রাখবে তুমি ওভাবে
যেভাবে গোসল করার পর চুল বাঁধো তোমার প্রিয় হেয়ার ক্লীপ দিয়ে।

আমি জানি একই আকাশের নিচে আমরা
তারপরেও সবার নিজস্ব আকাশ থাকে
তোমার আকাশে কি আমাকে ঘুড়ির মতো উড়তে দিবে কিংবা কোনা নিঃঙ্গ চিল?

আকাশের গভীরতাও এখানেও একই
চারশ কিলোমিটার কোন ব্যবধান ই না তার কাছে
আহা আকাশের মতো যদি
তোমার ভালোবাসার গভীরতাকে স্পর্শ করতে পারতাম–

আমি অমর হয়ে যেতাম
আমি ঈশ্বর হয়ে যেতাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments