অন্ধকার শূন্যের ভেতর হেঁটে যাচ্ছিলাম
ঠিক কতদিন কোন হিসাব রাখিনি।
ভুল! রাখতে চেয়েছিলাম, পরে ছেড়ে দিয়েছি
ঠিক কতদিন পর তা মনে নেই তবে শ্যুভে দা আর্কের গুহায় হাতের ছাপ রেখে আসার অনেকদিন আগে, যখন আমাদের মায়েরা শস্যের বীজের অঙ্কুরোদগমের জাদু জানতো না, বাবারা জানতো না পাথর ঘষে ঘষে ছুঁচালো করার সমীকরণ তারও আগে কুঁড়িয়ে পেয়েছিলাম একটি এক অদ্ভুত ‘সৌন্দর্য ‘। আমাদের দাদাদের কেউ চকমকির প্রেম জানতো না বলে খাঁটি ভালোবাসা দিয়ে সৌন্দর্যটুকুকে পুড়ালাম।পূর্বপুরুষদের কেউ কুমোর ছিলো না বলে চরকা ছিলো না পাশে, মায়চরকাতেই তাকে শরীরের গড়ন দিলাম।আজকে বারান্দায় বসে আড্ডা দেবার মতো তেমন বেশি শব্দ ছিলো না বলে বুকের সব চিৎকার দিয়ে তার মুখের অবয়ব দিলাম, আমাদের জীবনে কোন রঙ ছিলো না বলে চোখের সবটুক নোনাজল দিয়েই তার চোখ আঁকলাম। এভাবেই জন্ম নিলো আমার প্রথম প্রেম, আমাদের প্রথম প্রেম ; যে পরে হয়ে গিয়েছে ঈশ্বরী।
2020-08-05