5/5 - (1 vote)

চলে যাও, যত দূরে যেতে চাও
ফিরে এসো না, কেউ ফিরে আসেনি
এই পথে;
আমাকে একা ভেবে ভয় পেও না
আমি একাই এসেছিলাম পৃথিবীতে।

নদী হয়ে যাও, বয়ে যাও মৃত হ্রদে
খোলা চোখ রাতভর পূর্ণিমা
ঘুম যায় উড়ে যায়, মেঘ হয় বৃষ্টি হয়না;
ভেবো না এ শহর পলাতক
এ শহর একাকার, সব মানুষ একা তাই।

ক্যানভাসে এঁকে যাও দুঃখ, আল্পনা
দেখতে পাবে তা, শুনবে কাঁদে কোন বুনোহাঁস
চুপচাপ শুনে যাও, কেঁদে যাক রাতভর পূর্ণিমা
আমি কে, তুমি কে? জানি কেউ আর ফিরবে না।

সুখের ছলনায় কে আসে যায়
কত চাওয়া পাওয়া, কে কাকে চায়
সব চাওয়া পাওয়া হলে, হতো না আর ভাঙা গড়া
ঘুম চুপ করে যায়, সব রাত ঘুম হয় না।

এই গান কে শোনাবে তোমাকে, যে গান বৃষ্টি গায় না
এত নির্জনতায় কে করবে আর প্রতারণা
সব প্রেম জমে রয় দেয়ালের শেওলায়
নদী পার নৌকা নেই, ঝড় বুকে আছে সাগরে না।

কতকাল রবে কে, কে হবে অচেনা?
প্রিয় মুখ প্রিয় সুখ, সবার সুখ সয় না
চুপচাপ দেখে নাও, সুখ এসে যায় চিরকাল থাকে না
হারানো সুখ পেতে, পাওয়া সুখ হেরো না।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Shaian Hossain
1 year ago

সুন্দর কবিতা 💖