5/5 - (2 votes)

রৌদ্রে নামলে নাকি দুঃখ কমে
ছাতা ফেইলা আসছিলাম কবরের পাশে
হালার দুঃখ লেইখ্যা কূল পাই না
অয় আবার আমার পুঁজিবাদী প্রেমিকা খোঁজে
বাহানা দিয়া রৌদ লাগাইলেও ছাতার অভাব বুঝতে দেরী করি নাই।

যখন বাতাস আইসা সময় চুরি কইরা নেয়
আমি তখন সাগর পাড়ে পাহাড় বানাই
ছায়ার খোঁজে যেইখানে গেলাম, ওইটাই দেখি আমার পাহাড়।
অত প্রেম পাইনা বইলা কি ছায়া হারামু?

তোমাগো পয়সার টুংটাং আওয়াজও শুনলাম
ঘরে সুখ কিনতে পারলে না
আমার বটতলায় এক বাটি দুধ রাখছি
সময় কইরা খ্যাইয়া যাইয়ো, ক্যামনে খাইবা?
সময় তো বাতাসে চুরি কইরা নিলো
ধূর বাল! হুদাই এত পাল তুল্লাম।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments