আমার কোন দুঃখ নেই;
তোমারে হারানোর দুঃখ করতে গেলেই মনে পড়ে
আমি যেভাবে তোমারে পাইছি
এই জগতে আর কেউ সেইভাবে পাইবো না
যে তোমারে পাইলো সে বুঝলো না
তোমারে না পাওয়ার যে ক্লান্তি
এত ক্লান্তি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরেও পায় না
_আমার কোন দুঃখ নেই
_কারন দুঃখের কাছেও তুমি নেই।
2023-09-01