মায়াবী মধু রাত
স্নিগ্ধ জোৎস্নার হাট।
মাথার উপর দীঘল আকাশ
মৃদু স্পন্দন ঝিরি ঝিরি বাতাস।।
নদীর পাড়ের দূর্বা ডগা পিঁষে
আমি ছিলাম একা বসে।।
ওমন স্বপ্ন ক্ষনে
পাগলী তোমায় পড়ছিলো
ভিশন মনে।।
জলের সাথে আলোর খেলা
ঢেউয়ের সাথে প্রনয় মেলা
আলোক দ্রুতি যাচ্ছে ভাসি
বুযতে পারছি পাগলীটাকে
কতটুকু ভালোবাসি।।
এযেন এক স্বপ্নঘোর
আমি যেন শুধুই তোর;
ছোট্ট একটা ইচ্ছে তাই
পাগলীটাকেই শুধু চাই!!