সপ্তবিংশতি তোমাকে পেয়েছি
হয়তো আমার অবেলায় ;
তোমাকে দেখেছি সপ্তর্শে, অষ্টাদশে;
কতটা নিষ্পাপ,শুভ্র আর সরলায়।।
সপ্তবিংশতি এখনো তুমি কৈশরী,
এ যেন সদ্য হয়ে ওঠা প্রথম বালিকা;
তোমাকে প্রথম ছুঁয়েছি এ যেন স্বপ্ন,
ছুুুুয়ে দেখা স্নিগ্ধ সদ্য ফোঁটা মল্লিকা!
সপ্তবিংশতি তোমার উৎফুল্লতায় দেখি
শিশুদের আবেদন, আনাবিল উৎচ্ছ্বাস,
তোমার সামান্যতা কেবলি বিমুগ্ধ করে,
দৃঢ়তা বেড়ে যায়, বেড়ে যায় বিশ্বাষ।
তুমি পড়েছো অগাধ প্রেমে আর
আমি থাকি তোমার মহাধ্যানে!!