কতকটা নির্লিপ্তা নিয়ে,
নির্গমিত হয়েছিলাম আমি;
নির্লজ্জ হয়ে খন্ড খন্ড করেছি
তোমার চিবুক, বৃৃৃন্ত,ওষ্ঠদ্বয়।
তোমার শরীর ছিঁড়ে ছিলো
তীক্ষ্ণ লাঙ্গলের ফাল;
সমষ্টিবদ্ধ প্রেম এঁকেছিলাম
তোমার শরীর জুড়ে।
তীব্র প্রেমিক হয়ে উঠেছিলাম,
হাজার প্রতীক্ষার অবকাশে;
শরীর নয় মনের আদান-প্রদানে
সর্বোস্ব হয়েছিলো দান!
মহাপ্রনয়ের উচ্ছ্বাসে তুমি
আমাকে দিয়েছো তোমার নতুনাত্ব;
আমি তো তোমার ঘ্রান পুষঁবো
জন্মথেকে আরেক জন্মান্তর।
আমি সতীকে দেখেছি
সতীর সঙ্গ পেয়েছি;
ব্যাসচ্ছেদের সাক্ষী হয়ে-
মহাপ্রণয়ে দেখেছি কামবাস।।
আমি খুব সৌভাগ্যবান!
পরম নান্দনিকতায় মহাভাগ্যবান!
সতীর সঙ্গম আর উল্লাসে
আবৃত প্রীতির বন্ধনে!
আমাকে পতী হিসেবে দেখে
তার প্রীতির আহ্বানে।।