এ যেন চন্দ্রগ্রহন;
এ যেন সূর্য্যিগ্রহন;
এ যেন নিভে যাওয়া দ্বীপ;
এ যেন ফুয়েল শূন্য প্রদীপ!!
এ যেন মেঘে ঢাকা আকাশ,
এ যেন বয়ে যাওয়া দমকা বাতাস।
এ যেন বিষাদের অগ্ন্যুপাত,
এ যেন হাহাকার ভরা বর্জ্যপাত!!
এ যেন বিষাদের বিতৃষ্ণা,
এ যেন ভুলে যাওয়া ইচ্ছা,
এ যেন মরে যাওয়া ফুল,
এ যেন বাকহীন পক্ষীকুল!!
এ যেন ছিঁড়ে যাওয়া পাল,
এ যেন চরম মুমূর্ষু কাল,
এ যেন দেহ নিঃষ্প্রান ,
এ যেন মৃত্যুর তীব্র ঘ্রান!!