Review This Poem

বিষন্ন এই মন খারাপে,
তোমায় দেয়া প্রেম বরাতে,
দীর্ঘশ্বাষে ক্ষোভ ঝরাতে;
তোমায় ভাবি রাত-প্রভাতে।।

আস্বস্তির ওই অবেলাতে,,
প্রণয় বেলার প্রেম খেলাতে ;
একটু ভেবেই শ্বস্তি কুঁড়াই
নিজেই ভাসি প্রেম ভেলাতে।।

অবাধ্য সব চিন্তা জুড়ে,
অস্হিরতা খাচ্ছে খুুঁড়ে;
স্বস্তি মিলে খুব সহজে
তোমায় পাবার অপেক্ষাতে!!

আশান্ত মন ক্ষান্ত থাকে,
তোমায় বুকের বা-পাশেই রাখে;
ভালোবাসা ভালেবাসে-
বাঁচতে শেখায় আঁকড়ে ধরে!!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments