বৃষ্টি দেখেছি
স্বপ্ন এঁকেছি –
স্বপ্ন ভিজে জলে।।
আজ মেঘলা মন
উদাসী ক্ষণ;
তবুও ভিজিনি আমি জলে।
কাব্যেরা উঁকিমারে,
মনজুড়ে গান বাঁজে;
কারে যে ভাবছে মন
ডাকছে উদাসী ভঙ্গিমায় পাশে।।
রাজ্যের সব গানে
বিরহের সুর ভাসে;
অভাবেরা বড্ড উংশৃঙ্খলে
মন কারে ভাবছে পাশে।।
তবুও বৃষ্টি দেখে
বৃষ্টিজল হাতে মেখে ;
অভাব পুঁষি বুকে।।
আশা রাখি ভিজবো একদিন
খুনসুটি আর সুখে।।