এ প্রতিক্ষা যুগ, শতাব্দী পেরিয়ে
অনন্ত মহাকালে ধেয়ে যাক।
মরা বুকে উদ্ভাসিত হোক সুখ,
ফু্ঁটে উঠুক একগুচ্ছ সাদা-পাঁপড়ী।
অলক্ষে অনন্তকাল অপেক্ষিত থাক চোখ,
অন্তরেন্দ্রিয়ে পালিত হোক চেনা আদল।
নিথর বুক জুড়ে হাহাকারের জোয়ারে
ভাঁসুখ বেঁচে থাকার আকাঙ্খা!
চেনা আননের তাপস্যী হয়ে
কাটিয়ে দিবো এক মহাকাল,
নিষ্প্রাণতার ঘোর কাটিয়ে
প্রানময় হয়ে উঠবে প্রতিক্ষারা।
তবুও ভালো থাকি, আমি ভালো আছি ;
এ চিন্তাটুকুর বিস্তরে ফেলতে চাইনা
আমার অন্তর্দেশীয় ভাবনা গুলোকে।
বরং প্রতিক্ষারা মহাকালেই ধেয়ে যাক!