গোলকের চারপাশে শুধু আমি।
স্বচ্ছ ঘোলা উজান ঠেলে শেয়াল ভাবনার প্রবনতা ।
আমাকে তুই অলংকিত করেছিলি নেশাখর বলে
যেখানে তুই ছিলি নেশার স্রোতস্বিনী ।।
বলেছিলি তোর চোখে রক্তিম স্বপ্ন কেন?
ধ্বসে পরা পথ উচ্চাঙ্গে
বিষাদের চিহ্ন এঁকেছিল
হালকা ছুঁয়ে দেখার বাসনা
পলকের গন্ডীতে যুগ আটকানোর ফন্দি
আহ্ আমি কি ব্যর্থ … !
সে পথের শেষটা পিচ্ছিল শেঁওলা ভেবে–
মৌন ছিলাম আমি
উস্কানি চিন্তায় নিমজ্জিত
সেই ক্ষণিকালয়ে । ।
আমি তবু ও ক্ষুব্ধ ছিলাম
নীরব মৌনতা আমাকে ঘিরে রেখেছিলো;
এ যেন এক তপ্ত অভিশাপ!
ভালো থেকো ক্ষণিকালয়ের কণিকাদি।।