প্রণয়ের মহা কাব্যে
আমি-তুমিই কতৃকারক।
বিদীর্ণ বঙ্চনাকে
কেবলি তাড়িয়ে বেড়াই।
তিক্ততায় আর রিক্ততায়
আমিই কর্মকারক।
প্রনয়ের সুবিশাল
স্বপ্ন গুনে যাই।
চিত্তের বৃত্তে তোর বাস;
তুমি করণ কারক।
তোমার জন্যই ব্যকুলতা
একজীবনের প্রত্যাশা।
আমাকে সঁপেছি তোমায়
হয়েছি সম্প্রদান।
বিমুগ্ধ তোমাতেই আমি
আমাকেই করি দান।
বিশুদ্ধ প্রেমভরা টান
তোমার মনটা অপাদান।
কেবলি ভালবাসা দিয়ে
তোমাতে একাকার হওয়া।
শুধু এক হয়ে দুজন
কেবলি হবে অধিকরণ,
যুগলে বন্দী হয়ে চলবে-
অবধি নিশ্চত মরণ!