আমি ভিলেন আমার নিজ প্রেক্ষাগৃহে,
আমি পাগল আমার নিজ সম্ভাষণে;
মুক্ত পরিবেশ আমার পাগলাগারদ ।
ঘরের মধ্যে বসবাস আমার তবু আমি ভবঘুরে ।
আস্তিক আমি আমার আপন সত্যায় ।
কড়া শাষনেও আমি অবাধ্য ।
হাসি-খুসি আমি রগচটা খুব, ,
হেয়ালিপনা আমার রন্ধে রন্ধে প্রবাহমান ।
খুব আল্হাদে বড় বাউণ্ডুলে আমি –
সস্তির ঘোরে অস্তির আমি ,নিদ্রার মাঝে তীব্র শান্ত।
কষ্ট-পেলে হাসতে পারি রাগ এলে ভাঙ্গেে বাধ।
আলাভোলা আমি গড়তে না পারি ভাঙ্গতে খুব জানি।
2020-09-04