বাংলা কবিতা, আমি তো প্রেমিক কবিতা, কবি রফিকুল রাফি - কবিতা অঞ্চল
4/5 - (2 votes)

মানবতাবাদী নই আমি!
আমি তো প্রেমিক;মাওবাদী!!
আমি তো চঞ্চল দূরন্ত-
দস্যুপনাকে বয়ে বেড়াই
আমার শিরায়,ধমনীতে, রক্তে।।

আমি মোটেও শান্ত নই,
ক্ষান্ত হবার তো প্রশ্নই উঠে না।।
প্রলয়ের মতো ফুঁসে উঠতে জানি;
হতে পারি প্লাবনের চেয়েও গতিশীল।।

আমি তো নিশ্চুপে নিঃশ্বাষ নিতে,
প্রশ্বাষে;বিশ্বাষে;আশ্বাষে;থামতে পারবো না!
আমি উৎসাসিত হতে চাই
বিস্ময়ের দিকে হাঁটবো নিজস্বতা নিয়েই।

তোমায় পাবার জন্য হাজার জন্মকাল,
শতবছরের গন্ডিকেও পেরিয়ে যাবো;
কতমহাকাল কাটাবো প্রতিক্ষায়
তোমার বোধহয় সে ধারনাটুকু ও নাই।।

যতটা সাদামাটা দেখো, সেটা তোমার জন্য
নিজেকে বদলে নেই ;শুধরে নেই আমি ;
নিজেকে গোছানের আঙ্গিকে আবৃত্ত হই!
ভালবাসি তোকে তাই -মরতেও পারি;
আবার মারতে ও পারবো।।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments