ভালো থেকো নগরী
নাগরীক মহাস্রোতে,,,
ভালথাকার আশ্বাষ আর
ভালবাসার বিশ্বাষে।।
সব হচ্ছে সারা বড্ড তাড়া,
ক্যারিয়ার ছুটে চলা ;
মহা সমারোহে সজ্জিত
যান্ত্রিক জীবনের সঙ্গে।।
মানিয়ে নেওয়াটা মনের বিপক্ষে
ভেতরে ভেতরে সব ক্ষুব্দ;
অনুভূতি হচ্ছে কনক্রিট
কাছে থেকে ও সব বহূদূর!!
এভাবেই সব ছেড়ে হুট করে
ছেড়ে দেওয়া পোড়া নিঃশ্বাষ;
তুমি আমি কি ছিলাম
জীবনের কতখানিক বিশ্বাষ!!
নীরবে,নির্মমে,স্বাভাবিক আর সন্তষে
যেভাবে হোক সে, অবশেষে —
তুমি আমি আমরা শুধু লাশ!!
অবশেষে ; পরিশেষে একটাই বিশ্বাষে
মহাসমারোহে সকলেই মিলেমিশে
পৃথিবীকে একটাই উপহার দিচ্ছি;
লাশ হয়ে নিঃশ্বাষ টুকু ছেড়ে যাচ্ছি!!