প্রেমময়ী তুমি নদীর মতো-
পারহও ক্রোশ শত;
তোমার ভালবাসার তাল-উত্তাল আর ছন্দের মাতোয়ারা নিয়ে এগিয়ে আসো;
আমি তো বহুকাল সাগর সমীত অতৃপ্ততায়;
তোমার জন্য জন্যই অপেক্ষায়।
প্রেমময়ী তুমি ভালবাসার আকাশ হও!!
আমি সুখতারাটা হই!
প্রেমময়ী তুমি ভালবাসার ফুল হয়ে ফোঁটো
প্রতিদিন প্রতি প্রভাতে-
আমি প্রেমদেবীর পূজো দিবো তাতে।
প্রেমময়ী তুমি আমার উপশানালয়,
হও মসজিদ, মন্দির, গির্জা!!
আমিতো ভালবাসাকে রাখি আস্তিকতায়;
যেথা সদাই যেতে হয়।।