সেদিনও এ শহরের বুকে বৃষ্টি ঝড়েছিল
আজও ঝড়ে যাচ্ছে,
পার্থক্য শুধু একটাই, সেদিন তুমি ছিলে
আর আজ তুমি নেই।
তুমি চলে যাবার পর কেটে গেছে
বারোটি পূর্ণিমা আর বারোটি অমাবস্যা
দিব্যি কেটে গেছে,
পাঁচ লক্ষ পঁচিশ হাজার ছয়শত মিনিট।
তোমাকে না বলা আমার অব্যক্ত কথা
সমাধিস্থ হয়ে গেছে,
তোমার ছলনায় গড়া
আমার ভালবাসার তাজমহলে।
তোমাকে ভুলে যাবো ভেবে
ছুটে গেছি আমি মস্কো থেকে টরন্টো
অথচ কি অদ্ভুত,
তুমি দিব্যি বেঁচে আছো আমার প্রতিটি নিঃশ্বাসে।