নিয়মের বেড়াজালে
বন্দী হয়ে আছি আমরা সবাই,
সেন্সরশীপের চিড়িয়াখানায়
আবদ্ধ হয়ে আছে আমার অনুভূতি।
৫০৫ নং সেলে থেকে যা দেখেছি
তা যদি তোমাদের বলতে যাই,
এক হাজার এক রাত পেরিয়ে যাবে
তবুও আমার কাহিনী বলা শেষ হবে না।
কি লাভ আর কাহিনী বলে?
কি লাভ আর বিচার চেয়ে?
তোমাদের সভ্যতায় তো
বিচার চাওয়াটা এক প্রকার বিলাসিতা।
অথচ তোমরা বলেছিলে
এ রাষ্ট্র হবে গণতান্ত্রিক,
এ রাষ্ট্রের অংলকার হবে
আইনের শাসন।
কেউ কথা রাখে নি
তোমরাও রাখতে পারলে না,
আর তাই আমার অনুভূতি ও
আর প্রকাশ করা হলো না।
সেন্সরশীপের চিড়িয়াখানা থেকে
মুক্তি দাও আমার অনুভূতিকে,
বিস্ফোরণ ঘটাতে দাও আমার চিন্তাকে
আমি মাথা নিচু করে কূর্ণিশ করবো
তোমাদের সভ্যতা কে।