আমিতো চাই
সেনাবাহিনী অস্ত্র ফেলে দিয়ে
হাতে গোলাপগুচ্ছ নিয়ে
মাঠ পার্চ করুক।
আমিতো চাই
বিপ্লব নয় গণচুম্বনের ভয়ে
ধর্ষকের মনে
জেগে উঠুক প্রীতি।
আমিতো চাই
ট্রমা নয় সহমর্মিতায়
ধর্ষিতা
ভুলে যাক স্মৃতি।
আমি তো চাই
ক্রসফায়ার নয়
বিচারের কাঠগড়ায়
দাঁড়াক সকল আসামি।
আমি তো চাই
সংঘাত নয়
ভালবাসাময় হোক
পুরো পৃথিবী।