বিদায়
রাফাত আহমেদ
তুমি ফিরে এসেছো জেনেও
যখন ফিরে আসোনি
সেদিন বুঝেছিলাম
পৃথিবীর সব পাপ আমাকে ঘিরেই
এক নীলাভ ধোঁয়ার রূপ নিয়েছিল।
বিস্তর মেঘে তোমাকে খুঁজতে গিয়ে
যখন আকাশে কালো মেঘ ঘনিয়ে এসে বৃষ্টি হয়েছিল
তখন আমি সেই বৃষ্টির তালে কেঁদেছিলাম।
তোমাকে ভেবে চাঁদের হাটে যখন
তোমার সৌন্দর্য খুজেছি
সেদিন চাঁদে অমাবস্যা হয়েছিল
দিনে স্বপ্ন দেখতে গিয়ে যখন
পৃথিবী অন্ধকার হয়েছিল
সেদিন আশা কে বিদায় দিয়েছি
বিদায় দেবী।বিদায়