কাতরতা
রাফাত আহমেদ
১তোমার অস্তিত্বের নাভিমূলে ,
আমার কাতরতা
বারবার সদ্যজাত ক্ষুধার্ত শিশুর মতো চিৎকার দেয় ,
২.যাবো কোথায় ?
গিলোটিনে বারবার মৃত্যু হয়।
পুঁজিবাদের লেলিয়ে থাকা কুকুরের জিহ্বা ফাঁকি দিয়ে,
একটি মাত্র বিদ্রোহী চুম্বনের জন্য,
ফিরে আসি ।
দরজা খোলো প্রেমেশ্বরী
আর কত বাজাবো কলিং বেল!!!