Review This Poem

শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাসু

স্টীমার । খুলনা

 

বসে বসে লিখলেম চিঠি

পুরিয়ে দিলাম চারটি পিঠই,

পেলেম না তার জবাবই

এমনি তোমার নবাবী!

 

দুটো ছত্র লিখবি পত্র

          একলা তোমার “রব্‌-কা’ যে!

পোড়ারমুখী তাও হবে না

          আলিস্যি তোর সব কাজে!

ঝগড়াটে নয় স্বভাব আমার

          নইলে দেখতে কারখানা,

গলার চোটে আকাশ ফেটে

          হয়ে যেত চারখানা,

বাছা আমার দেখতে পেতে

          এই কলমের ধারখানা!

 

তোমার মতো এমনি মা তো

          দেখি নি এ বঙ্গে গো,

মায়া দয়া যা-কিছু সে

          যদিন থাকে সঙ্গে গো!

চোখের আড়াল প্রাণের আড়াল

          কেমনতরো ঢঙ এ গো!

তোমার প্রাণ যে পাষাণ-সম

          জানি সেটা রষশফ তফষ!

 

সংসারে যে সবি মায়া

          সেটা নেহাত গল্প না!

বাইরেতে এক ভিতরে এক

          এ যেন কার খল-পনা!

সত্যি বলে যেটা দেখি

          সেটা আমার কল্পনা!

ভেবে একবার দেখো বাছা

          ফিলজফি অল্প না!

 

মস্ত একটা বৃদ্ধাঙ্গুষ্ঠ

          কে রেখেছে সাজিয়ে

যা করি তা কেবল “থোড়া

          জমির বাস্তে কাজিয়ে!’

     বৃষ্টি পড়ে চিঠি না পাই,

     মনটা নিয়ে ততই হাঁপাই,

শূন্যে চেয়ে ততই ভাবি

          সকলি ভোজ-বাজি এ!

ফিলজফি মনের মধ্যে

            ততই ওঠে গাঁজিয়ে!

 

দূর হোক গে, এত কথা

          কেনই বলি তোমাকে!

ভরা নায়ে পা দিয়েছ,

          আছ তুমি দেমাকে!

 

তোমার সঙ্গে আর কথা না,

          তুমি এখন লোকটা মস্ত,

কাজ কি বাপু, এইখেনেতেই

          রবীন্দ্রনাথ হলেন অস্ত।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments