তোর জন্য লিখবো না অর্থহীন কোনো গান
তাতে হয়তো করবে শিরনামহীন অভিমান।
অবেলায় অবহেলার অপমানে আর নিত্যনতুন অভিমানে
ভেঙে যাবে সব অনুভূতি,
আমি প্রেমানাস্তিক,
প্রেমালাপ করিনি হাজার বছর ধরে,
আমি মেসোপোটেমিয়ার মরুর উদ্ভিদ চারা
তোমার স্পর্শে উদবাস্তু এবং দিশেহারা।
আমি পিক্টোগ্রাম থেকে ইন্সটাগ্রাম সব করেছি ইউজ
আমি প্রেমানাস্তিক, কিন্তু তোমার প্রেমে আমি কনফিউজ।