উদর তাপে ভিন্ন দেশে অন্য জেলা
সুখের মোহে জীবন কাটে
আঘাত লাগে হৃদয় বাটে
কর্ম খোঁজে বাইরে গিয়ে অর্থ মেলা।
পাশার টানে ঘরের মায়া রাখছে দূরে
জীবন গানে শ্রমের বাঁশি
সুখে দুঃখে যায় যে হাসি
দেশের চাকা বিদেশ চলে টাকার সুরে।
একটা ক্ষণে মায়ার পানে ফেরত আসে
পকেটপুরে সুখী হাওয়া
শান্তি ছায়া কাজে পাওয়া
অভাব ঘরে পরিযায়ীর মাতন ভাসে।