Review This Poem

যদি প্রশ্নোত্তরে জুড়ে দেই আওয়াজ
সময় অসময়ে সমাজ
দূর থেকে দেখা আলোদের কান্না
প্রস্ফুটিত কমলে কালো দাগ !

অভিজ্ঞতা সঞ্চারিত মস্তিষ্ক
নিকষ কালো আশপাশ থেকে,
পুনরায় কাব্যিকতার জন্ম
সভ্যতার পুণর্জন্মের জন্য।

যদি বলি আবার আসব
মস্তিষকের সর্বোচ্চ ছন্দের অধিকারে,
তুমি কি বদলাবে না??

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments