মা আসবেন বছর ঘুরে
উৎসব হবে জগত জুড়ে ।
শারদীয়ার আগমনে
লাগলো দোলা সবার প্রানে।
পুজো মানে নীল আকাশে
সাদা মেঘের ভেলা।
পুজো মানে হারিয়ে যাওয়া
আমার ছোট বেলা।
পুজো মানেই নানান রঙে
রঙিন হবার দিন।
পুজো মানেই ঢাক আর কাঁসর
বাজবে সারা দিন।
পুজো মানেই একটা বছর
অপেক্ষার দিন শেষ।
পুজো মানে হৈ-হুল্লোড় আর
আনন্দ হবে বেশ।
পুজো মানেই সবার বাড়িতে
নাড়ু মুড়ির ধুম।
পুজো মানেই সবার চোখের
হারিয়ে যাওয়া ঘুম।
পুজো মানেই শরৎ এর শুরু
গীষ্ম বর্ষা শেষ।
পুজো মানেই উঠবে মেতে
আমার বাংলাদেশ।
2022-02-23