3.5/5 - (2 votes)

২১ মানেই ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারি,
২১ মানেই অশ্রু চোখে লক্ষ কোটি নারী।

২১ মানেই সবার মনে একই সুরের গান,
২১ তোমায় আনতে , বলি দিয়েছি লাখো শহীদের প্রাণ।

২১ তুমি রফিক, জব্বার, চিনো আরো কত জনকে,
তোমার আশায় নিথর দেহ পড়েছিল হয়তো থমকে।

২১ তুমি দেখেছ কী ? রক্তের বন্যা হতে !
লক্ষ শহীদ ভেসে গেছে সেই বন্যার স্রোতে।

২১ তুমি আমার ভায়ের রক্তে রাঙানো ফেব্রুয়ারি ,
২১ তোমায় আনতে গিয়েও ধর্ষিত হয়েছে নারী।

২১ তোমার জন্যই গঠিত হয়েছিল মুক্তিযোদ্ধা বাহিনী।
তোমার প্রেরনায় লিখতে পেরেছে স্বাধীনতার এই কাহিনী।

২১ তুমিই মাতৃভাষা, এনে দিয়েছো জয়,
২১ তুমি বাঙ্গালীর মনের দূর করেছ ভয়।

২১ তোমার জন্যই স্বাধীন আমরা , নেইকো মনে ভয় ,
চলো সবাই মিলে বলি একবার জয় বাংলার জয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments