এই সমান্তরাল পথ,সাদা কাশফুল
আর বিস্তীর্ণ জলাভূমি!
তার ঠিক পিঠ ঘেষে তুমি অস্তমিত সূর্যস্ফুলন।
আমি পুরো আকাশ জোড়া স্বপ্ন তোমায় ঘেরা।
আমার বুকেই সকাল তোমার সন্ধ্যা হয়ে যায়,
রৌদ্রতাপে প্রখর তুমি,
রাগের ঘনঘটা।
আমি তখন বৃষ্টি হয়ে,
অঝোর ধারায় অশ্রু হয়ে নামি।
প্লাবিত বন্যা;
দেশদেশান্তর, ফসলের মাঠ,কুঁড়েঘরে ভরাডুবি,
আমি কাগজের নৌকা;
নিয়ে ভেসে চলি তোমার বুকের ওপর।
তুমি জলন্ত সিগারেট, মদের গেলাস;
তোমাকে পান করে আমি হয়ে যাই আত্মহারা।
আমি অসীম শূন্যতার আধার,
তুমি প্রগাঢ় আঁধারের সুপ্তিপ্রভা।