ভালোবাসলে কবি হারিয়ে ফেলে কবিত্ব,
কবিতা ঠাসা খাতা হয়ে যায় প্রেমপত্র
ভালোবাসা কবিকে বানায় প্রেমিক,
একটু ভালোবেসে দেখো!
কতকিছু হয়ে যায় ভালোবাসায়।
ভালোবাসলে কোণঠাসা হয়ে যায় যত শক্তি,
অপঘাতে আত্মা, অশরীরী ছায়া সব উবে যায়,
বিধ্বংসী শক্তি মাথা নত করে পদতলে;
ভালোবাসলে পৃথিবী হয়ে যায় স্বর্গ।
ভালোবাসলে কবি হয়ে যায় নাবিক,
দিশা হারিয়ে প্রেমের জাহাজ ভিড়ায় জলা-জঙ্গলে,
প্রেমের বন্দর ছেড়ে দিশাহীন নাবিক ঘোরে দিক্বিদিক।
ভালোবাসলে কবি হয়ে যায় মাতাল,
মদের গেলাসে চুমুক দিয়ে হয়ে যায় পক্ষীরাজ,
ডানা মেলে উড়ে মেঘরাজ্যে,
ভালোবাসলে কবি হয়ে যায় ভেজা বেড়াল,
প্রেমিকার মাধুরী ধমকে,
নির্ভীক উন্মাদ কবি হয়ে যায় সর্ব শান্ত।