বাংলা কবিতা, ফাঁসির মঞ্চ কবিতা, কবি প্রসেনজিৎ বিশ্বাস - কবিতা অঞ্চল
Review This Poem

ফাঁসির মঞ্চ প্রস্তুত,
পাটের দড়ি ঝুলছে প্রশস্ত গলা বরাবর,
গোঁফেল জল্লাদ চেয়ে আছে ম্যাজিস্ট্রেটের রুমাল পতনের ইশারায়;
ষোলো কোটি জনতা অন্তিম প্রহর গুনছে,
আজকের এই পূর্ণ অমাবস্যায়,
প্রিয় দেশকে ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে,
জীবনানন্দের রুপসী বাংলাকে ঢেকে দেওয়া হয়েছে কালো কাপড়ে,
আগামীকাল সারাদেশে পতাকা অর্ধনমিত
হবে,
কালো পতাকা উঠবে সরকারী স্কুল,কলেজ, দপ্তরে।

পত্রিকার শিরোনাম হবে প্রিয় দেশ,
টকশোতে,উপস্থাপকের কঠোর প্রশ্নের মুখোমুখি হবে বিচারপতি,
বিরোধী দলীয় নেতারা বসবে আমরণ অনশনে,
বহুদিনের ঈদ পরবর্তী আন্দোলন ঘটাবে তাৎক্ষণিক,
ছাত্ররা বিরক্তিকর ক্লাস লেকচার ছেড়ে বেরুবে রাস্তায়,
দীর্ঘ মানববন্ধন হবে টেকনাফ থেকে তেতুলিয়া,
রাজপথ কেঁপে উঠবে পদাঘাতে,
“বাংলাদেশের মুক্তি চাই” প্লাকার্ডে ভরে উঠবে দেওয়াল।
রাতের আঁধারে মৃত বাংলার শব নেওয়া হবে শ্মশান,গোরস্থানে,
নতুন সূর্যদয়ে আমরা দেখবো এক প্রাণহীন অথর্ব বাংলাদেশ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments