বাংলা কবিতা, অসমাপ্ত গান কবিতা, কবি প্রসেনজিৎ বিশ্বাস - কবিতা অঞ্চল
1/5 - (1 vote)

আমার অমর গানটা অশ্রুতই থেকে গেলো,
লক্ষ শ্রোতা বসেছিলো যারা অধীর আগ্রহে,
আমার বজ্রকন্ঠ স্বর,উন্মাদ সংগীত ভন্ডুল হলো,
ভঙ্গুর হলো জনস্রোত,বধীর হলো লক্ষ কান,
যে শহর ভেসে যায় বর্ষায়,ডুবে যায় বাড়িঘর,তৃণভূমি;
সে শহরে জলপাই রঙের সাজোয়া গাড়ি,
সৈন্যের নিয়মিত পদাঘাতে,বয়ে যায় মৃদু ভুমিকম্প।
দুর্বার বোমার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় কংক্রিট, মাথার মগজ;
মগজবিহীন মুন্ডু অথর্ব,অন্তঃস্বারহীন কাষ্ঠখন্ড।

অগ্নি মশাল জ্বালিয়ে যে-কটা প্রাণ বেঁচেছিলো অবশিষ্ট,
অশ্রু সিক্ত চোখে তাকিয়ে ছিলো আমার রক্তচোখে,
আমার নয়ন ভেঙ্গে ঝরে পরা রক্ত ঢল,
পাঁজর ছেদী নির্মম বুলেট,
মেশিনগানে ঝাঁঝরা বুকের খসে যাওয়া মাংসে,
বজ্রকন্ঠ ধ্বনি হবে স্তিমিত,নেতিয়ে পড়বে হাত,
মাইক্রোফোন পদদলিত হবে,
দুচোখ শুধু চেয়ে থাকবে ধুলো মাখা পিষ্ঠ পতাকায়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments