5/5 - (1 vote)

যদি বৃস্টিস্নাত সন্ধ্যায় কিংবা,
রোদেলা দুপুরে জনমানবহীন প্রান্তরে, তোমায় আমায় দেখা হয়?
তুমিকি আমাকে দেখে পালিয়ে যাবে? নাকি শ্লথ গতিতে আমার পাশে এসে দাড়াবে?
আমি যদি তখন,
তোমার শিমুল তুলোর হাত চেপে ধরি? তুমি কি রাগ করবে?
লজ্জায় লাল হয়ে যাবে?
আমি কিন্তু পরিপাটি চুলের ভদ্র ছেলেটি নই,
তোমার হাত আমার বুকে রাখবো,
আমার বুকে তোমার কন্ঠস্বর শোনাবো। তখন যদি তোমাকে জড়িয়ে ধরি,
তুমি রাগ করবে না’তো?
রাগ করলেই বা কি,
আমি তো পরিপাটি চুলের ভদ্র ছেলেটি নই।

যদি ক্লান্ত মেঘের,ঘাম ঝরা রাতে,
কাথার বেড়াজালে কিংবা
তোমার স্ফিত বুকের ওপর,
আমাকে দেখতে পাও তখন তুমি কি করবে?
আমাকে ঠেলে সরিয়ে দিবে,
নাকি জড়িয়ে,আমার নেশাগ্রস্থ ঠোটে, তোমার গোলাপি ঠোটের আলতো ছোয়া দিবে ?
তুমি কি আমাতে হারাবে?

আমি কিন্তু তা করবো না,
তোমার বুকের মাঝখানে,ঠিক যেখানে আমি আছি,
আলতো করে একটা কামড় দিবো। অতঃপর তোমার মনের গহীনে প্রবেশ করবো।
দুজনের ভালোবাসা লুটোপুটি খাবে,
সারা বিছানা জুড়ে।
তোমার কাকুতি মিনতি আর রুদ্ধশ্বাসে, কম্পিত হবো আমরা দুজন,
আর কম্পিত হবে চারটি পায়া।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments