শেষ তো নির্জীব কাঠগোলাপ;মাঠে পড়ে থাকা পাখির পালক-
চন্দ্রমল্লিকায় অবনত ভ্রমর কম্পমান
মঞ্জুরি
তীব্র শীত চারু,জমে যাওয়া অনুভূতিতে তোমার অতীব ফেরারী উত্তাপ!
সাইবেরিয়ার অথিথি পাখি অাসছে
যাচ্ছে;
অবসন্ন বিকেল নুইয়ে পড়ছে রাতের ঠোঁটে
তোমরা এটাকে বিপ্লব বলো-
বিপ্লব তোমার মণি’তে;
শত শত পরিবর্তন
সাধনায় কিয়দংশ প্রাপ্তি;
ঝুরঝুরে সরিষা ফুলে!
অাসন্ন বাতাশ ঝুলন্ত
অভিযান কেন্দ্রীয় ফুল বসন্ত;
তীব্র শীত চারু,
এখানটাতে অায়তলোচন নারী নেই
অাছে সব রক্তে জমাট বাধা
ধমনীতে অালোড়ন
মৃত রমনী;পাশের বাগানে পড়ে অাছে লাশ!
পড়ার টেবিলে বিদ্রোহী কবিতা
বনলতা সেন-পরিবর্তন তোমার হাতে
প্রচুর শীত চারু-
ঘুম থেকে জাগ্রত সিংহ
প্রবৃত্তির চাপে অামি কবি
শিল্প তুমি
শীত অামাদের বিলাসিতা!
নাই মদিরাক্ষী
সব সরস গৃহিণী সর্জিনা
তুমিও সেই অালিসান গালিচায়
কৃত্রিম শিৎকারের অপেক্ষায়
অথচ তুমি দূর্গা হবে,প্রীতিলতার লাল টিপ-
উত্তাপেই গলে যাওয়া উচিৎ
হিমবাহ-লালসা
লালাজে অাবরণে অাসীন
তামাটে প্রেরণা;
হও পাশের বাগানের এক ফালি সূর্যরশ্মি!
2019-12-28