পড়ুন তার নামে যে মনুষ্যত্ব বিকিয়ে ঈশ্বর হয়েছে।
আমি শিব লিঙ্গের মূর্তি উচ্ছেদে সচেষ্ট
আর সে অন্যের লিঙ্গ চুষতে ব্যাস্ত
রাত নামিয়ে কণ্ঠের কান্না আরশে ন্যাস্ত
অন্যকে দোষ দিয়ে সে মুক্ত।
আরও পড়ুন তার নামে যে প্রহসন সাঁজিয়ে পরকাল বানিয়েছে।
আমি মিম্বরে এক পুরুষ দুই নারী তত্ত্বের বিদ্রোহে আন্তরিক
আর সে বেহেশত জেওর এ মুখ গুজে লজ্জায় উদগ্রীব।
আমি বিশ্বাস করতাম ক্ষুধায় আর সে উদরপূর্তির জন্য মাংসল উল্লাসে মেতে উঠতো,আমি তার চোখে স্বপ্ন দেখতাম আর সে আমার চোখে অভাব দেখতো।
আবারও পড়ুন তার নামে যে মৃত্যুকে ছোঁয়াচে করে ভালোবাসাকে অবৈধ ঘোষণা করেছে।
আমি তার কাছে বিপ্লব চাইতাম
সাইমন এর সেকেন্ড সেক্স পড়তাম
সে অন্যের স্বপ্নে বেঁচে থেকে
ধর্মগ্রন্থে বর্ণিত হূর হয়ে দাস সাঁজে।
আমি তার জন্য আকাশে বিপ্লব আঁকতাম,অন্ধকারে জোনাকি হতে চাইতাম,তার বিশ্বাসের সিংহাসন হতে চাইতাম কিন্তু সে দামি ঘড়ি’তে সময় মেপে আলো খুজতো জায়নামাজে।
এবং পড়ুন তার নামে যে দুটো মানচিত্র একে দুটো দেশের সার্বভৌমত্বের পতাকা পুতে দিয়েছে উরুর মাঝে আর সেই পতাকা দখলের নেশায় সাড়ে তিনহাত দেহী মৌমাছিরা দালালি করছে।
এবং পড়তেই থাকুন
আমি তাকে হতে বলতাম মেরিলিন মনরো
আর সে হয়ে গ্যালো সলজ্জ অবনত ধার্মিক গৃহবধু
আমি তার জন্য ওষ্ঠে আঁকতাম কবিতা
আর সে অন্যের লিঙ্গে খুজে চলেছে মাদকতা।